ফকিরহাটে মা সমাবেশ, কমিউনিটি ও সাপোর্ট গ্রুপের সভা
এস এম মনি, ফকিরহাট অফিস :
বাগেরহাটের ফকিরহাটে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই দিন কমিউনিটি গ্রুপ এবং সাপোর্ট গ্রুপের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় হোগলা ডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহিদুজ্জামান বাবু। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সিভিল সার্জন মো. জালাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিলজংগ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ কনসালটেন্ট ডা. সোহানা ইসলামসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
ফেজবুকে আমরা