নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাবু সহ দুই উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
৯ জুলাই মঙ্গলবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন সহ জেলা আওয়ামি লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।