এস এম মনি, ফকিরহাট অফিস :
বাগেরহাটের ফকিরহাটে ক্ষতিগ্রস্থ ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিন্যামূল্যে রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুর্নবাসন কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এদিন কৃষক প্রতি ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।