নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ।
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস।
পদ: এক্সিকিউটিভ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স বিভাগে এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ–সিসি প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে ভালো।
অতিরিক্ত যোগ্যতা: এমএস এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। ম্যানেজমেন্টে সিস্টেমে দক্ষ হতে হবে। প্রশাসনিক দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য এমবিএ ডিগ্রিধারীরা কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, লভ্যাংশ শেয়ার, বিমা, সার্ভিস বেনিফিট, দুপুরের খাবারে ভর্তুকি, মুঠোফোন বিল ও বার্ষিক বেতন বৃদ্ধিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ আগস্ট ২০২৪।
সূত্র: বিডিজবস।