মোরেলগঞ্জ অফিস :
বাগেরহাটের মোরেলগঞ্জে ৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ও এর চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. মাহবুব মোল্লা(৪০)। সে খারইখালী গ্রামের ইসাহাক আলী মোল্লার ছেলে।
রবিবার দিবাগত রাত ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন অভিযান চালিয়ে পিকআপটি আটক করেন। এ ঘটনায় আজ সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ সদস্যরা তল্লাশী চালায়। বিষয়টি বুঝতে পেরে মাহবুব পিকআপটি দ্রুত চালিয়ে বটতলা নামক স্থারে রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করলে সে পিকআপের টুলবক্সের মধ্য হতে ৮ কেজি গাঁজা বের করে দেয়।
চালক মাহবুব ফেনী থেকে গাঁজার এ চালানটি নিয়ে মোরেলগঞ্জে পুটিখালী গ্রামে কারো কাছে পৌছে দেওয়ার আগে পুলিশের হাতে আটক হয়। গাঁজা বহনকারি ফেনী-ড-১১-০৩৫৭ নশ্বর পিকআপটিও আটক করা হয়েছে।