শেখ মোহাম্মদ আলী, শরণখোলা অফিস :
সুন্দরবনে শেষ হয়েছে মাঠ পর্যায়ের বাঘ গণনার কাজ। এখন চলছে ফলাফল প্রকাশের কার্যক্রম। দুই বছর ধরে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ গণনার ফলাফল আগামী ২৯ জুলাই প্রকাশ করা হবে ।
সুন্দরবনে বাঘ বেড়েছে এবং এবার অনেক বাচ্চা বাঘ দেখা গেছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে দীর্ঘ পাঁচ বছর পরে ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ গণনা কাজ শুরু হয়। এ লক্ষ্যে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ৬৬৫টি পয়েন্টে ট্রাপিং ক্যামেরা স্থাপন করা হয়। প্রতি পয়েন্টে ২টি করে ক্যামেরা বসানো হয়। এসব ক্যামেরা দিয়ে বাঘের গতিবিধি ও সংখ্যা নিরুপণ করা হয়।
বিশ্বে বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কয়েকটি দেশে ৩৮৪০টি বাঘ রয়েছে। ২০১৮ সালের গণনায় সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া গেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দেখা দৃষ্টে বলা যায়, সুন্দরবনে আগের চেয়ে বাঘ বেড়েছে । জেলেরা সুন্দরবনে অনেক জায়গায় বাঘের বাচ্চা দেখতে পেয়েছে। বিশেষ করে শরণখোলা রেঞ্জে একটি বাঘিনীর সাথে চারটি বাচ্চা দেখা গেছে বলে এসিএফ জানিয়েছেন।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে দুই বছর ধরে চলা বাঘ গণনার মাঠ পর্যায়ের কাজ গত ৩০ জুন শেষ হয়েছে। এখন চলছে এ্যানালাইসিসের কাজ । আগামী ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে বাঘ গণনার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা যায়। আগের তুলনায় সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করা হচ্ছে বলে সিএফ জানিয়েছেন।