নরসিংদী সংবাদদাতা :
দুই দফা দাবি নিয়ে বিদ্যুৎ বিভাগের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আবারো কর্মবিরতিতে গেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার দুপুর থেকে সমিতি প্রাঙ্গণে ৫ম দিনের মতো তারা এই কর্মবিরতি পালন করছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন।
এসময় বক্তব্য রাখেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মোস্তফা কামাল, মেহেদী হাসান, মো. আব্দুর রহিম, নাহিদা আক্তার ও সুরাইয়া জেসমিনসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, আমরা আর কাউকে বিশ্বাস করি না। কারো সাথে বৈঠকে বসতে চাই না। এই সমস্যা সমাধানে আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।