নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার( ৭ জুলাই) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফিরোজুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বাবুসহ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বাদে কাড়াপাড়া পল্লীমঙ্গল সমিতি ক্লাব ও সুন্দরঘোনা ইয়ং স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। কাড়াপাড়া পল্লীমঙ্গল সমিতি ক্লাব ৫-১ গোলের ব্যবধানে বিজয়ী হয়। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ টুর্নামেন্টের খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। ৩ আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধন শেষে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, সুস্থ্য ও স্বাভাবিক জীবনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। যুবকদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান। এছাড়া শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তরুন এই সংসদ সদস্য।