ফেনী সংবাদদাতা :
ফেনীতে "টক টু এ ডেন্টিষ্ট" প্রোগ্রামের আওতায় দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলার উদ্যোগে শহরের শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজে ১৫ জন ডাক্তার দ্বারা দিনব্যাপী বিনামূল্যে দাঁতের চেকআপ, প্রাথমিক চিকিৎসা, রেফারেল সিস্টেম ও মোটিভেশনাল স্পিচ দেয়া হয়।
প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল। ফেনী ডেন্টাল সোসাইটির সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, স্থানীয় পৌর কাউন্সিলর ও শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন বাহার, অধ্যক্ষ এম. একরামুল হক ভূঞা, সাংবাদিক আবু তাহের ও দিলদার হোসেন স্বপন।
দন্ত চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী।
এসময় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলার সাধারণ সম্পাদক ডাঃ সাজ্জাদ মাহমুদ সাজিদ সহ সংগঠনের অন্তর্ভুক্ত অন্য ডাক্তারগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, ডাক্তার আমাদের দাঁত দেখেছেন ও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমাদের উপহার সামগ্রী দিয়েছেন। এছাড়া সকালে ও রাতে খাবার পর শোয়ার আগে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে বলেছেন।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল বলেন, আমরা আমাদের আগামী জেনারেশনকে যাতে মুখ ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় অনুপ্রাণিত করতে পারি সেজন্য এই আয়োজন। দন্ত চিকিৎসা প্র্যাকটিসের চেম্বারের ধরন ও চিকিৎসার প্রটোকল বিষয়ে সরকারের কোন নির্দিষ্ট কাঠামো তৈরি করা নাই। এক্ষেত্রে সরকারের করণীয় আছে বলে তিনি জানান।