হিলি সংবাদদাতা:
হিলিতে এমবিবিএস ডাক্তার না হয়েও নামের সামনে ডাক্তার পদবি দেওয়া ও পিসক্রিপশন দিয়ে ১৫০ টাকা করে নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের মৃত কোবাদ হোসেনর ছেলে শফিকুল ইসলাম।
শনিবার (২৯ জুন) বিকালে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট অমিত রায় বলেন, আজকে বিকাল ৫ টার সময় উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে ডাক্তার না হয়েও নামের সামনে ডাক্তার লিখে রোগী দেখা ও তাদের প্রেসক্রিপশন করে দেওয়া এবং ভিজিট নেওয়ার দায়ে শফিকুল ইসলাম নামের এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।